ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অক্সফোর্ড ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্য এখনও অনিশ্চিত ॥ প্রধান গবেষক

প্রকাশিত: ০১:২৪, ২২ জুলাই ২০২০

অক্সফোর্ড ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্য এখনও অনিশ্চিত ॥ প্রধান গবেষক

জনকণ্ঠ ডেস্ক ॥ ক্লিনিক্যাল ট্রায়ালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটি ব্যাপক সফলতা পেলেও এটির চূড়ান্ত সাফল্যের বিষয়টি এখনও অনিশ্চিত। ভ্যাকসিনটির গবেষণা দলের প্রধান সারাহ গিলবার্ট মঙ্গলবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, এটি বাজারে আনার আগে তিনটি শর্ত অবশ্যই পূরণ হতে হবে। এর কোন একটির ব্যাঘাত ঘটলেই ভ্যাকসিনটির সাফল্য বিলম্বিত হবে। খবর বিবিসির। প্রথম ধাপে এই ভ্যাকসিনটি এক হাজার ৭৭ জনের দেহে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল গত সোমবার প্রকাশ করা হয়েছে। ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত এই ফলাফলে বলা হয়েছে, প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে মানব শরীরের জন্য ভ্যাকসিনটি নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উজ্জীবিত করতে সক্ষম হয়েছে। এই গবেষণা প্রকাশিত হওয়ার পর অনেকেই আশা করছেন চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিনটি চলে আসতে পারে। তবে মঙ্গলবার বিবিসিকে দেয়া সাক্ষাতকারে সেই আশাবাদের বিষয়টি অনিশ্চিত বলে জানালেন গবেষক দলের প্রধান সারাহ গিলবার্ট। তিনি বলেন, ‘এই বছরের মধ্যে ভ্যাকসিনটি সচল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে এটি সম্ভাবনা মাত্র। ভ্যাকসিনটি যে আসবেই তার কোন নিশ্চয়তা নেই। কারণ এর জন্য আমাদের আরও তিনটি বিষয় ঘাটতে হবে।’
×