ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিয়ের আসর থেকে শ্রীঘরে

প্রকাশিত: ০০:৫৮, ২২ জুলাই ২০২০

বিয়ের আসর থেকে শ্রীঘরে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ জুলাই ॥ ধামইরহাটে বাল্যবিয়ে করতে গিয়ে বর গেল শ্রীঘরে। নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর শিক্ষার্থী। অল্প বয়সে মেয়ের বিয়ে দেয়ার চেষ্টা করায় আরও ৩ জনের জেল প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চ-িপুর এলাকায়। জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের চ-িপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে চ-িপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী জীবন আক্তার রুহী (১৩) আত্মীয়ের বাসায় চকমহেশ গ্রামে বেড়াতে যায়। সেখানে একই গ্রামের ফুফাত ভাই চকমহেশ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রশিদুল ইসলাম (২৬) জোর করে মেয়েটিকে বিয়ের আয়োজন করে। খবর পেয়ে সোমবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, ওসি আবদুল মমিন ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিয়ের আয়োজন প- করে দেন।
×