ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০০:৫৮, ২২ জুলাই ২০২০

সেলাই মেশিন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ জুলাই ॥ শেরপুরে ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এ স্লোগানকে ধারণ করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ২০ জন গরিব, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওইসব মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, হুইপ আতিউর রহমান আতিক (এমপি)। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার উদ্যোগ নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একজন উদ্যোক্তা হিসেবে গড়তে তুলে স্বাবলম্বী করা। তাই কোন পরিবার অর্থনৈতিক চাহিদা থেকে পিছিয়ে থাকবে না। শেরপুর মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক লুৎফুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি।
×