ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক নিহত

প্রকাশিত: ০০:৫৭, ২২ জুলাই ২০২০

টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ জুলাই ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার আক্তার হোসেন (৪০) বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে। জানা গেছে, ঢাকা থেকে গম বোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে করে ট্রাকে আটকা পড়া ড্রাইভার আক্তার হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকের হেলপার আসাদুল (৫০) আহত হয়। চাঁপাইনবাবগঞ্জে যুবক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ মহাসড়কের রসিকনগর মোড়ে মঙ্গলবার সকালে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের জিল্লার রহমানের ছেলে ইউসুফ আলী (২৮)। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল আরোহী ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাবার সময় একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ভোলায় ৩ জলদস্যু আটক নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২১ জুলাই ॥ গরু ও মহিষ ডাকাতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে সদর উপজেলার ভেলুমিয়া চর সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। পটুয়াখালী জেলার কালাইয়া বাজার থেকে গরু-মহিষ কিনে ব্যবসায়ী সাত্তার মাঝি ও রুবেল মাঝি নৌকা দিয়ে ভোলার ভেলুমিয়া আসছিল। পথে তেঁতুলিয়া নদীর ভেলুমিয়া ১৬ নম্বর চর এলাকায় একটি জলদস্যু বাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে।
×