ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাইট গার্ডের হাতে যবিপ্রবি কর্মকর্তা লাঞ্ছিত, কক্ষ ভাংচুর

প্রকাশিত: ০০:৫৬, ২২ জুলাই ২০২০

নাইট গার্ডের হাতে যবিপ্রবি কর্মকর্তা লাঞ্ছিত, কক্ষ ভাংচুর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অপকর্মের জন্য শাস্তিভোগসহ চাকরিচ্যুত হয়েও নিজেকে শোধরাতে পারেননি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি (যবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড বদিউজ্জামান বাদল। বরং চাকরি ফিরে পাবার পর আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে এবার বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এ্যাসোসিয়েশনের সেক্রেটারি কামরুল হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও তার কক্ষে ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পঞ্চমতলার অফিস কক্ষে ঢুকে কামরুল হাসানের সঙ্গে দুর্ব্যবহার করে সিকিউরিটি গার্ড বদিউজ্জামান বাদল। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করে। পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে পুলিশ সিকিউরিটি গার্ড বাদলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। যবিপ্রবি অফিসার্স এ্যাসোসিয়েশনের সেক্রেটারি কামরুল হাসান জানান, সিকিউরিটি গার্ড বদিউজ্জামান বাদল প্রায় সাড়ে ৩ বছর চাকরিচ্যুত ছিল। গত ৬ জুন আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হয়। মঙ্গলবার দুপুরে কোন কারণ ছাড়াই তার কক্ষে এসে দুর্ব্যবহার ও গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে কম্পিউটার, প্রিন্টার ভাংচুর করে, চেয়ার, টেবিল ফেলে দেয় এবং তাকে লাঞ্ছিত করে। বিষয়টি নিয়ে যবিপ্রবি কর্তৃপক্ষ ও থানায় অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, বাদলের বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ রয়েছে। এর আগে ডিউটিরত অবস্থায় ক্যাম্পাস থেকে মাদক ও কলগার্ল নিয়েও আটক হয়েছে বাদল। এর প্রেক্ষিতে সাময়িক বহিষ্কারও হয় সে। একজন সংসদ সদস্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও তার গাড়িতে লাথি দেয়ার ঘটনায় স্থায়ীভাবে চাকরিচ্যুত হয় বাদল। আর কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও লাঞ্ছিতের ঘটনাও নতুন নয়। এর আগেও কর্মকর্তাদের অনেকেই তার কাছে লাঞ্ছনার শিকার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর জামাল হোসেনকেও লাঞ্ছিত করেছেন বাদল।
×