ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশসহ ১২৬ দেশের নাগরিকদের জাপান ভ্রমণে কড়াকড়ি

প্রকাশিত: ২৩:০৪, ২২ জুলাই ২০২০

বাংলাদেশসহ ১২৬ দেশের নাগরিকদের জাপান ভ্রমণে কড়াকড়ি

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশসহ ১২৬ দেশের নাগরিকদের আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে জাপান। মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক গণমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। খবর বাংলানিউজের। প্রতিমন্ত্রী জানান, জাপান তাদের দেশে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভ্রমণে কড়াকড়ি আরোপ বর্ধিত করেছে। এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ১২৬ দেশের জন্য প্রযোজ্য। তিনি আরও জানান, আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা দেশগুলোর আস্থা ফিরিয়ে আনার অন্যতম পদক্ষেপ হিসেবে আমরা বহির্গমন ইচ্ছুক যাত্রীদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছি। উল্লেখ্য, করোনাভাইরাসের প্রেক্ষিতে জাপান ১২৬ দেশের নাগরিকদের সে দেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করে।
×