ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খানজাহান আলীর ওসি বদলি, তদন্ত কর্মকর্তা পরিবর্তন ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ২৩:০৪, ২২ জুলাই ২০২০

খানজাহান আলীর ওসি বদলি, তদন্ত কর্মকর্তা পরিবর্তন ॥ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার মশিয়ালীতে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। খানজাহান আলী থানার উপ- পরিদর্শক লুৎফুল হায়দারের পরিবর্তে ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। মশিয়ালীর ঘটনার সার্বিক বিষয় তদন্ত করতে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলামকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে সোয়াতে বদলি করা হয়েছে। এদিকে মশিয়ালীতে গুলিতে হত্যার ঘটনায় গ্রেফতার ৪ আসামি পুলিশ রিমান্ডে রয়েছে। রিমান্ডে থাকা প্রধান আসামি শেখ জাকারিয়ার ভাই জাফরিন হাসান হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্রসহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পুলিশের নিকট। তথ্য যাচাই-বাছাই করে অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে পুলিশ জানিয়েছে। গুলি করে তিনজনকে হত্যাকা-ের ঘটনায় পুলিশ জাফরিন, আরমান, জাহাঙ্গীর ও রহিম আকুঞ্জিকে গ্রেফতার করে। বর্তমানে এরা পুলিশ রিমান্ডে রয়েছে। তবে লোমহর্ষক এই হত্যাকা-ের পর গত ৫ দিনেও প্রধান আসামি জাকারিয়াসহ আর কোন আসামি গ্রেফতার হয়নি।
×