ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই লাশ উদ্ধার রাজধানীতে পোশাককর্মী খুন

প্রকাশিত: ২৩:০৩, ২২ জুলাই ২০২০

দুই লাশ উদ্ধার রাজধানীতে পোশাককর্মী খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে বাসায় এক পোশাককর্মী খুন হয়েছেন। এদিকে শাহজাহানপুরে অফিসার্স কলোনির একটি বাসা থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বনানী সেতু ভবনের সামনের রাস্তা থেকে একব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দক্ষিণখানে বাসায় আলো আক্তার (১৮) নামে এক তরুণী পোশাককর্মী খুন হয়েছেন। সোমবার গভীর রাতে দক্ষিণখান দক্ষিণপাড়া জামে মসজিদ গলির আব্দুল কাদের সিদ্দিকীর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত কিশোরীর বাবার নাম রবিউল ইসলাম। গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সরকারবাড়ি এলাকায়। তিনি দক্ষিণখান এলাকার ওই বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। আলো স্থানীয় একটি প্যান্ট ওয়াশ কারখানায় চাকরি করতেন। দক্ষিণখান জোনের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুর রহমান জানান, সোমবার রাতে কারখানা থেকে ফিরে আলো বাথরুমে গোসল করছিলেন। এ সময় কে বা কারা বাথরুমে ঢুকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে, পিঠে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার সকালে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরীর ভগ্নিপতি ওমর ফারুক জানান, কাজ শেষ করে সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারখানা থেকে বাসায় ফেরে আলো। বাসার বাইরে গোসলখানায় গোসল করছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখে আলো রক্তাক্ত অবস্থায় গোসলখানায় পড়ে আছেন। কোন সাড়াশব্দ না পেয়ে ফার্মেসী থেকে একজনকে ডেকে আনা হয়। তিনি এসে জানান, আলো মারা গেছেন। ওমর ফারুক জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা কেউ দেখতে পাইনি। তবে কারখানার এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়েও করতে চাইতো সে। ধারণা করা হচ্ছে সেই ছেলেই এ ঘটনা ঘটাতে পারে। গৃহকর্মীর লাশ উদ্ধার ॥ মঙ্গলবার সকালে পুলিশ শাহজাহানপুর অফিসার্স কলোনির বি/১৬/এ নম্বর বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে সেলিনা আক্তার (৩২) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। নিহতের বাবার নাম আবুল খায়ের।
×