ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নদীতে ভেসে যাওয়া তিন শিশুর জীবন বাঁচাল কনস্টেবল

প্রকাশিত: ২৩:০২, ২২ জুলাই ২০২০

নদীতে ভেসে যাওয়া তিন শিশুর জীবন বাঁচাল কনস্টেবল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর দুর্গাপুর উপজেলার একটি নদীতে পা ভেজাতে গিয়ে ভেসে যায় তিন শিশু। তবে পানির প্রবল তোড়ে তারা তিনজনই ভেসে যায়। এ সময় অনেকেই আশপাশ থেকে দেখলেও কেউ এগিয়ে যাননি ওই তিন শিশুকে বাঁচাতে। তবে তিন শিশুর স্রোতে ভেসে যাওয়ার সে দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকতে পারেননি দুর্গাপুর থানা পুলিশের ড্রাইভার (কনস্টেবল) আতিক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি একাই নদীর প্রবল স্রোতে ঝাঁপিয়ে পড়ে বয়ে যাওয়া পানির প্রবল স্রোত থেকে টেনে তুলে জীবন বাঁচান ওই তিন শিশুর। এমন সাহসী কাজের কারণে থানা পুলিশ ও স্থানীয় লোকজনের প্রশংসায় ভাসছেন ড্রাইভার আতিক। তবে এ ঘটনাটিকে দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই ভাবছেন ড্রাইভার আতিক। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তিন শিশু খেলা করছিল দুর্গাপুর থানা সংলগ্ন মন্দিরের পেছনে। খেলার ছলে ওই তিন শিশু মন্দিরের পেছন দিয়ে বয়ে যাওয়া হোজা নদীতে পা ভেজাতে যায়। গত কয়েক দিনের উপর্যুপরি বৃষ্টিপাতের কারণে সেখানে ব্রিজের ওপর দিয়েই পানির স্রোত প্রবল বেগে বয়ে যেতে থাকে। ওই তিন শিশু পানিতে নেমে নদীর মাঝামাঝি ঝুলন্ত ব্রিজের কাছাকাছি যেতেই পানির প্রবল স্রোতে ভেসে যায়। স্রোতে ভেসে যাওয়ার পর জীবন্ত উদ্ধার তিন শিশু হলো, দুর্গাপুর থানার পুলিশ কনস্টেবল জাকির হোসেনের পুত্র মাহাদী (১১), স্থানীয় ইয়ানুস আলীর পুত্র রুবেল (১১) ও কলেজ শিক্ষক আয়নাল হকের পুত্র স্বচ্ছ (১০)।
×