ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যের ডিজি আবুল কালাম আজাদের পদত্যাগ

প্রকাশিত: ২২:৫৯, ২২ জুলাই ২০২০

স্বাস্থ্যের ডিজি আবুল কালাম আজাদের পদত্যাগ

স্টাফ রিপোর্টার ॥ নানা আলোচনার মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। মঙ্গলবার সকালে জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। নানা অভিযোগ থাকার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের মধ্যকার স্থায়ুযুদ্ধের কারণেই অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদকে বিদায় নিতে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রসমূহ জানিয়েছে। দেশের করোনা মোকাবেলায় ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনায় পড়েন ডাঃ আবুল কালাম আজাদ। করোনা মোকাবেলায় চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের যথাযথ ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম- পিপিই এবং এন-৯৫ মাস্ক সরবরাহে ব্যর্থ হওয়ার পাশাপাশি নানা অভিযোগ ওঠে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এছাড়া নমুনা পরীক্ষা না করেই ভুয়া কোভিড সনদ দেয়ার অভিযোগ ওঠা জেকেজি হেলথকেয়ার নামের প্রতিষ্ঠানটির অনৈতিক কর্মকা-ের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা না নেয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
×