ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বে একদিনে শনাক্ত দুই লাখের বেশি

প্রকাশিত: ২২:৫৭, ২২ জুলাই ২০২০

বিশ্বে একদিনে শনাক্ত দুই লাখের বেশি

জনকণ্ঠ ডেস্ক ॥ অক্সফোর্ডের টিকা আবিষ্কারের ঘোষণা স্বস্তির খবর হলেও থেমে নেই করোনার তা-ব। প্রতিদিনই বিশ্বজুড়ে এ ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেক মানুষ। প্রতিবেশী দেশ ভারতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে। আর আফ্রিকায় দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শঙ্কিত খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ওয়াল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী এ ভাইরাসে মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ৮৮০ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৭০ হাজার ৩৭২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮৯ লাখ ৯০ হাজার ৯১১ জন। খবর সিএনএন, বিবিসি, রয়টার্স, এনডিটিভি, আলজাজিরা, সিনহুয়া ও টাইমস অব ইন্ডিয়ার। ভারতে আক্রান্ত ১১ লাখ ছাড়াল ॥ প্রতিবেশী দেশ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত তিন দিনে বাড়েছে আরও এক লাখ। ফলে সোমবার ১১ লাখ ছাড়াল দেশটির মোট করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি প্রতিদিন নতুন সংক্রমণ ৩৮-৩৯ হাজারের ঘর টপকে এখন হয়েছে ৪০ হাজার। আফ্রিকায় দ্রুত বাড়ছে সংক্রমণ ॥ সুবিধাবঞ্চিত আফ্রিকা মহাদেশে দ্রুত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এ নিয়ে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ডাব্লিউএইচও’র মতে, আফ্রিকা মহাদেশে সংক্রমণ বাড়ায় সেখানে দ্রুত স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। আর সে লক্ষ্যে তাদের জরুরী সাহায্য-সহযোগিতা প্রয়োজন। বিশ্বে একদিনে শনাক্ত ২ লাখ ছাড়াল ॥ করোনাভাইরাসে বিশ্বে একদিনে মারা গেছেন ৪ হাজার মানুষ। নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ৪ হাজারের বেশি। এ পর্যন্ত প্রাণ গেছে ৬ লাখ ১২ হাজারের বেশি মানুষের। সংক্রমণের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। ২৪ ঘণ্টায় দেশটিতে ৭১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৮০ হাজার। যুক্তরাষ্ট্রে এক দিনে শনাক্ত হয়েছে ৬২ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত আরও ৫৭ হাজার ॥ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ বাড়ছেই। প্রতিদিনই হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় ৫৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৭৫০। অপরদিকে, একদিনেই মারা গেছে ৩৭২ জন। ওই পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৩০ হাজার। আফগান ছাত্রীদের ভেন্টিলেটর আবিষ্কার ॥ করোনার এই আকালে বাজারে একটি ভেন্টিলেটরের দাম পড়ছে সাধারণত ২০ হাজার ডলার (প্রায় ১৭ লাখ টাকা) করে। সেখানে মাত্র ৭০০ ডলারেই সাশ্রয়ী ভেন্টিলেটর আবিষ্কার করেছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সাত ছাত্রী। আফগান মেয়েদের এই রোবোটিক্স টিম আগেও রোবট তৈরিতে অনন্য দক্ষতা দেখিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। করোনায় ব্রাজিলে মৃত্যু ৮০ হাজার ॥ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮০ হাজার ২৫১ জন। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২১ লাখ ২১ হাজার ৬৪৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২০২ জন। দেশটিতে বর্তমানে সংক্রমণ রয়েছে ৬ লাখ ৩২ হাজার ১৯২ জনের শরীরে।
×