ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালকের বিও হিসাব জব্দ

প্রকাশিত: ২১:৩৯, ২২ জুলাই ২০২০

সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালকের বিও হিসাব জব্দ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকল পরিচালকদের বিও হিসাব জব্দ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির বিরুদ্ধে তিনটি সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রথম হলো কোম্পানির সকল পরিচালকদের বিও হিসাব জব্দ। যাতে তারা কোন ধরনের শেয়ার কেনা বেচা করতে না পারে। দ্বিতীয় হলো কোম্পানি আর্থিক প্রতিবেদন নিয়ে বিশেষ অডিট করা হবে। তৃতীয় হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করবে। যা আগামী ৭ দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে। সুহৃদ ইন্ডাস্ট্রিজের অপরাধ ॥ সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এই অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, ২০১৯। পরবর্তীতে ২৯ জানুয়ারি, ২০২০ সালে বিএসইসিকে চিঠি দিয়ে জানায় তারা সকল বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ জমা দিয়েছে। আসলে তারা লভ্যাংশ না দিয়েই এই চিঠি দিয়েছিল বিএসইসিকে। ফলে পরবর্তীতে বিনিয়োগকারীরা বিএসইসি ও ডিএসইতে লভ্যাংশ না পাওয়ার অভিযোগ জমা দেয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
×