ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেষ বেলায় রিয়ালের ড্র, বার্সার বড় জয়

প্রকাশিত: ০০:০৬, ২১ জুলাই ২০২০

শেষ বেলায় রিয়ালের ড্র, বার্সার বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আগের রাউন্ডেই স্প্যানিশ লা লিগার ২০১৯-২০ মৌসুমের শিরোপা জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে এবারের মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী ২০ দলই। সেখানে শেষটা ভাল করতে পারেনি নতুন চ্যাম্পিয়নরা। দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া লেগানেসের মাঠে ২-২ গোলে ড্র করেছেন রামোস-বেনজেমারা। তবে মুকুট হারালেও শেষ ম্যাচে দাপট দেখিয়েছে বার্সিলোনা। অধিনায়ক লিওনেল মেসির জোড়া রেকর্ডের ম্যাচে স্বাগতিক আলাভেসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা। মৌসুম শেষে প্রতিটি দল ৩৮টি করে ম্যাচ খেলেছে। চ্যাম্পিয়ন রিয়ালের ভা-ারে জমা পড়েছে সর্বোচ্চ ৮৭ পয়েন্ট। রানার্সআপ বার্সিলোনার পয়েন্ট ৮২। ৭০ পয়েন্ট করে নিয়ে হেড টু হেডে এ্যাটলেটিকো মাদ্রিদ তিনে ও সেভিয়ার অবস্থান চারে। দলগুলো আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত করেছে। এবারের লীগ থেকে তিনটি দলের দ্বিতীয় বিভাগে অবনমন হয়েছে। দলগুলো হলো- সবার নীচে থাকা এস্পানিওল, মায়োর্কা ও লেগানেস। দল তিনটির পয়েন্ট যথাক্রমে ২৫, ৩৩ ও ৩৬। এছাড়া রিয়াল সোসিয়েদাদ ও গ্রানাডা ইউরোপা লীগের শেষ দুটি স্থান নিশ্চিত করেছে। এতে গেটাফে ও ভ্যালেন্সিয়া সুযোগ হারিয়েছে। লেগানেসের সঙ্গে ড্র করায় টানা ১১ ম্যাচ জেতা হয়নি রিয়ালের। এর ফলে করোনা পরবর্তী মৌসুমে এই প্রথম পয়েন্ট হারিয়েছে গ্যালাক্টিকোরা। ম্যাচে আবারও গ্যারেথ বেল রিয়াল স্কোয়াডের বাইরে ছিলেন। এতে অর্থ হচ্ছে ওয়েলস তারকার এটাই হয়তো রিয়ালের হয়ে সর্বশেষ ম্যাচ। ম্যাচ শেষে কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, এটা ক্লাবের ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’। ম্যাচের নবম মিনিটে ইস্কোর পাসে অধিনায়ক সার্জিও রামোস গোল করে রিয়ালকে এগিয়ে দেন। কিন্তু বিরতির আগেই ব্রায়ান গিল লেগানেসের হয়ে সমতা ফেরান। বিরতির পর ইস্কোর আরেকটি পাসে মার্কো এ্যাসেনসিও ৫২ মিনিটে আবারও রিয়ালকে এগিয়ে দেন। কিন্তু ম্যাচ শেষের ১২ মিনিট আগে রজার এ্যাসালে আবার লেগানেসের হয়ে সমতা ফেরান। আরেক ম্যাচে আলাভেসের বিরুদ্ধে ১৭ বছর বয়সী আনসু ফাতি ২৪ মিনিটে বার্সার হয় প্রথম গোল করেন। ৩৪ মিনিটে মেসির গোলে ব্যবধান দ্বিগুণ হওয়ার পর লুইস সুয়ারেজের মৌসুমের ১৭তম গোলে বিরতির আগে ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা। পুইগের আরও একটি বাড়ানো বলে নেলসন সেমেডো ৫৭ মিনিটে চতুর্থ গোলটি করার পর ৭৫ মিনিটে মেসির দ্বিতীয় গোলে বড় জয় পায় বার্সিলোনা। ম্যাচ শেষে এবারের লীগের সর্বোচ্চ গোলদাতা মেসি বলেন, আমি কখনই ব্যক্তিগত পুরস্কারের দিকে নজর দেই না। এর থেকে লীগ শিরোপা জয় করতে পারলে সেটা আমার জন্য আরও বেশি অর্জন হতো। এর আগে বার্সা কোচ কিকে সেতিয়েন বলেছিলেন লীগ শিরোপা হাতছাড়া হলেও আগামী মাসে চ্যাম্পিয়ন্স লীগে শিরোপা জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। নেপোলিকে শেষ ষোলোতে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে বার্সিলোনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বেয়ার্ন মিউনিখ। ইনফর্ম বাভারিয়ানদের বিরুদ্ধে মেসিদের যে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে এতে কোন সন্দেহ নেই। সেতিয়েনের জন্য নেপোলির বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচটিতে ইনজুরি একটি বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কুঁচকির ইনজুরিতে আছেন ক্লেমেন্ট লেঙ্গে। ইতোমধ্যেই ইনজুরির সঙ্গে লড়ছেন এ্যান্টোনিও গ্রিজম্যান ও স্যামুয়েল উমতিতি। কিন্তু বার্সা কোচ তার তরুণ দলটির ওপরই ভরসা রাখতে চাচ্ছেন। ২০ বছর বয়সী পুইগ মধ্যমাঠে নিজেকে প্রমান করেছেন। ২১ বছর বয়সী রোনাল্ড আরাউজো রক্ষণভাগে নিজেকে মেলে ধরেছেন।
×