ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তবু গোল্ডেন বুট মেসির...

প্রকাশিত: ০০:০৫, ২১ জুলাই ২০২০

তবু গোল্ডেন বুট মেসির...

জাহিদুল আলম জয় ॥ আসল কাজ দলকে চ্যাম্পিয়ন করাতে পারেননি লিওনেল মেসি। এরপরও স্প্যানিশ লা লিগায় একগাদা রেকর্ড নিজের করে মৌসুম শেষ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। রবিবার রাতে আলাভেসকে গোলবন্যায় ভাসানোর রাতে জোড়া গোল করেন বার্সা ডায়মন্ড। শুধু তাই নয়, গোলের এ্যাসিস্টও করেছেন। এর ফলে এবারও লীগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন রেকর্ড সর্বোচ্চ ছয়বারের ফিফা সেরা তারকা। যে কারণে টানা চতুর্থ মৌসুম মেসি জিতে নিয়েছেন স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি। এছাড়াও ভেঙ্গেছেন লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ এ্যাসিস্টের রেকর্ড। ২০১৬-১৭ মৌসুম থেকে টানা পিচিচি ট্রফি জিতে চলেছেন মেসি। পরের মৌসুমে তার সামনে সুযোগ থাকবে আলফ্রেডো ডি স্টেফানো ও হুগো সানচেজকে পেছনে ফেলে টানা পাঁচ মৌসুমে পিচিচি ট্রফি জেতার। টানা চার মৌসুমে এই ট্রফি জয়ের রেকর্ডে দুই অংশীদার থাকলেও মেসির সাত আসরে পিচিচি জেতার রেকর্ডে নেই আর কেউ। ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে জেতার পর এবার জিতলেন টানা চারবার। সবমিলিয়ে সর্বোচ্চ সাতবার সর্বোচ্চ গোলদাতা হলেন ক্ষুদে জাদুকর। এ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ছয়বার পিচিচি জেতার রেকর্ড গড়েছিলেন টেলমো জারা। সেটিই এবার নিজের করে নিয়েছেন মেসি। তবে অবাক করা ব্যাপার, একযুগ অর্থাৎ ১২ বছর পর ৩০-এর নিচে গোল করেও কেউ জিতলেন পিচিচি ট্রফি। এবারের মৌসুমে মেসি করেছেন ২৫ গোল। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের করিম বেনজেমা করেছেন ২১ গোল। অথচ যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো লা লিগায় ছিলেন তখন মেসি ও রোনাল্ডো প্রায় প্রতি মৌসুমেই ৫০-এর বেশি বা কাছাকাছি সংখ্যক গোল করতেন। অথচ এবার পঞ্চাশের অর্ধেক গোল করেই মেসি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। পরশু রাতে ম্যাচের ২৪ মিনিটে মেসির এ্যাসিস্টে গোল করেন আনসু ফাতি। এর ফলে এবারের লীগে মেসির এ্যাসিস্ট হয়েছে ২১টি। লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ এ্যাসিস্টের রেকর্ড এটি। এর আগে ২০০৮-০৯ মৌসুমে এক আসরে সর্বোচ্চ ২০ এ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ। এ্যাসিস্ট দিয়ে ম্যাচ শুরু করা মেসি পরে করেন জোড়া গোল। এর ফলে পিচিচি ট্রফি জয়ের রেকর্ড গড়েন তিনি। সর্বপ্রথম ১৯৫৫-৫৬ মৌসুম থেকে চার আসরে পিচিচি জেতার রেকর্ড গড়েছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি স্টেফানো। পরে এই রেকর্ডে ভাগ বসান মেক্সিকোর সাবেক স্ট্রাইকার হুগো সানচেজ। ১৯৮৪-৮৫ মৌসুমে এ্যাটলেটিকো মাদ্রিদ এবং পরের তিন আসরে রিয়াল মাদ্রিদের হয়ে পিচিচি জেতেন তিনি। শিরোপা হারালেও শেষটা ভাল করতে পেরে খুশি মেসি। এখন তিনি আগামী মৌসুমে দলকে নতুনরূপে দেখতে চান। বার্সা অধিনায়ক বলেন, শেষ ম্যাচে আমরা ভিন্ন কিছু দেখলাম। এটা কঠিন একটা ম্যাচ ছিল। ভিন্ন অনেকগুলো কারণেই কিন্তু দল মানসিকতা ও দায়িত্ববোধ দেখিয়েছে। আমরা যা করতে চাই সে পথে একধাপ এগিয়েছি। মেসি বলেন, আমরা সবাই ভালভাবে নিজেদের পর্যবেক্ষণ করেছি এবং আত্মসমালোচনা করেছি। অনেক কিছুই বুঝতে পেরেছি। আমাদের মৌসুমটা ভাল যায়নি। এখন আমাদের অনেক কিছু করতে হবে শান্ত থেকে। সামনে আরও অনেক কিছু আছে। সেখানে ভাল করতে হবে। আগামী মৌসুম নিয়েও ভাবতে হবে। এদিকে সদ্যসমাপ্ত লীগে মৌসুমের সেরা গোলরক্ষকের পুরস্কার জামোরা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবু কোর্তোয়া। এই পুরস্কার জয়ে নতুন এক ইতিহাসও গড়েছেন তিনি। স্প্যানিশ শীর্ষ ফুটবলের ইতিহাসে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও এ্যাটলেটিকোর হয়ে একমাত্র গোলরক্ষক হিসেবে জামোরা ট্রফি জিতেছেন কোর্তোয়া। ২০১৮ সালে সান্টিয়াগো বার্নাব্যুতে আসার আগে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে এই পুরস্কার জিতেছিলেন তিনি। স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা প্রতিবছর তাদের নির্বাচিত সেরা গোলরক্ষককে জামোরা পুরস্কার দিয়ে থাকে। স্পেনের কিংবদন্তি গোলরক্ষক রিকার্ডো জামোরার নামে প্রবর্তিত এই পুরস্কারের জন্য নির্বাচিত গোলরক্ষকদের লীগে কমপক্ষে ২৮ ম্যাচ ও প্রতি ম্যাচে ৬০ মিনিট করে খেলতে হয়। সেই অনুপাতে যে গোলরক্ষক সবচেয়ে কম গোল হজম করবেন তাকে জামোরা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
×