ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনার এই সময়ে

প্রকাশিত: ২২:৪৪, ২০ জুলাই ২০২০

করোনার এই সময়ে

জ্বরজনিত খিঁচুনি প্রায়শ বাচ্চাদের হয়ে থাকে। প্রায় ৩ শতাংশ বাচ্চার মধ্যে জ্বরজনিত খিঁচুনি দেখা যায়। * ফ্যামিলিতে থাকে। মা বা বাবার হয়ত ৬ বছর বয়স পর্যন্ত এ রকম খিঁচুনি ছিল। * ৬ মাস বয়স থেকে ৬ বছর পর্যন্ত এই খিঁচুনি হয়। তারপর আপনা-আপনি ঠিক হয়ে যায়। * ক্ষণস্থায়ী এ খিঁচুনি। ৩ থেকে ৫ মিনিট। তারপর ঠিক। * বাচ্চার স্বাভাবিক শারীরিক মানসিক গঠনে কোন ক্ষতি করে না। * খিঁচুনি হলে সবাই বেশ ভয় পেয়ে যায়। ভাবে এবার বুঝি তাদের বাচ্চা মারা যেতে বসেছে। * তাই ভয় পাবেন না। বাচ্চাকে কাত করে শুইয়ে দিন। যাতে লালা গলাতে না আটকায়। * কুসুম গরম পানি দিয়ে গা মোছাতে থাকুন। * মলদ্বার দিয়ে নাপা সাপোজিটরি ১২৫ মি. গ্রাম অথবা ২৫০ মি. গ্রামের একটি প্রবেশ করিয়ে দিন। ৩ থেকে ৫ মিনিট অপেক্ষা। খিঁচুনি তখনও না কমলে ডায়াজিপাম সাপোজিটরি ১০ মি. গ্রাম ১/২ বা ১টা মলদ্বার দিয়ে দিতে হবে। * থামলে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান কারণ অনুসন্ধানের জন্য। * রক্তের সাধারণ পরীক্ষা যেমন CBC, Blood sugar, serum electrolyte, serum calcium করতে হবে। আর অন্যান্য পরীক্ষা উপসর্গ ভেদে ডাক্তার দেবে। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল। ০১৭১৫২৮৫৫৫৯।
×