ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একসঙ্গে পাঁচ গ্রহ

প্রকাশিত: ২২:৪৩, ২০ জুলাই ২০২০

একসঙ্গে পাঁচ গ্রহ

এই বিশ্বব্রহ্মা- অসীম রহস্যেঘেরা। বিশাল এ জগতে প্রতিনিয়তই ঘটে চলেছে অসংখ্য মহাজাগতিক ঘটনা। এর হাতেগোনা কয়েকটি হয় তো চোখে পড়ে মানুষের, বাকিগুলো থেকে যায় অজানাই। রবিবার তেমনই এক মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হয়েছে পৃথিবীবাসী। এদিন চাঁদের সঙ্গে আরও পাঁচটি গ্রহকে সম্পূর্ণ খালি চোখে দেখা গেছে। শত কোটি মাইল দূরের গ্রহগুলো দেখতে কোন টেলিস্কোপেরও দরকার পড়েনি। জানা গেছে, রবিবার আকাশে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি- এই পাঁচটি গ্রহকে খালি চোখে দেখা গেছে। সে দৃশ্য দেখতে ঘুম থেকে একটু তাড়াতাড়িই উঠতে হয়েছে পৃথিবীবাসীকে। গবেষকরা জানিয়েছেন, খালি চোখে পাঁচটি গ্রহ দেখতে সূর্য ওঠার এক ঘণ্টা আগে আকাশের দিকে তাকাতে হয়েছে। অবশ্য এবার দেখতে না পারলে অপেক্ষা করতে হবে ২০২২ সাল পর্যন্ত। ২০২২ সালের জুন মাসে আবারও ঘটবে একই ঘটনা। মহাকাশ গবেষক জেফরি হান্ট জানিয়েছেন, রবিবার ভোরে পাঁচটি গ্রহকে নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে দেখা গেল আকাশে। বুধ গ্রহকে উত্তর-উত্তরপশ্চিম দিকে, শুক্র পূর্ব-উত্তরপূর্ব আকাশের নিচের দিকে, দক্ষিণ-পূর্বে একাকী মঙ্গলকে, আর দক্ষিণ-পশ্চিমে বৃহস্পতি ও শনি গ্রহকে দেখা গেল। -সিনেট
×