ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পর্যটন একটি জনমুখী শিল্প ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১:২৩, ২০ জুলাই ২০২০

পর্যটন একটি জনমুখী শিল্প ॥ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পর্যটনকে বিবেচনায় রেখে কাজ করার জন্য জনপ্রতিনিধি ও সরকারী কর্মচারীদের প্রতি আহ্বান জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক জয়পুরহাট জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডে পর্যটনের কথা বিবেচনায় রাখলে দেশে নতুন নতুন পর্যটন আকর্ষণ ও গন্তব্য তৈরি করা সম্ভব। পর্যটনের কাক্সিক্ষত বিকাশ করতে হলে এর সঙ্গে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সকল অংশীজনকে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে। পর্যটন একটি জনমুখী শিল্প। দেশের প্রান্তিক জনগণকে পর্যটন সম্পর্কে সচেতন করে তুলতে পর্যটনের স্থানীয় সকল অংশীজনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে।
×