ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন আসামি রিমান্ডে, আরও ১ গ্রেফতার

প্রকাশিত: ২১:২৩, ২০ জুলাই ২০২০

তিন আসামি রিমান্ডে, আরও ১ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খানজাহান আলী থানাধীন মশিয়ালীতে গ্রামবাসীর ওপর গুলি বর্ষণে চারজন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্ত আসামি মহানগর ছাত্রলীগ থেকে আগেই বহিষ্কৃত নেতা শেখ জাফরিনের ৮ দিন এবং আসামি জাহাঙ্গীর ও আরমানের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রবিবার দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লুৎফুল হায়দার তিন আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, মশিয়ালীতে হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি জাফরিনকে ৮ দিনের এবং আরমান ও জাহাঙ্গীরকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি জানান, এ মামলায় রহিম আকুঞ্জি নামের আর এক আসামিকে রবিবার আড়াইটার দিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মশিয়ালীতে গুলিবিদ্ধ হয়ে নিহত সাইফুল ইসলামের পিতা মোঃ সাইদুল ইসলাম শনিবার রাতে বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিন ভাই শেখ জাকারিয়া, শেখ মিল্টন ও শেখ জাফিনসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন- উপ-পরিদর্শক (এসআই) লুৎফুল হায়দার। পুলিশ জানায়, প্রধান আসামিসহ সব আসামিকে ধরতে চিরুনী অভিযান চালানো হচ্ছে।
×