ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে অধস্তন আদালত

ভার্চুয়াল শুনানিতে ৪ দিনে ১৩ হাজার ৮৬৭ জামিন আবেদন নিষ্পত্তি

প্রকাশিত: ২১:২২, ২০ জুলাই ২০২০

ভার্চুয়াল শুনানিতে ৪ দিনে ১৩ হাজার ৮৬৭ জামিন আবেদন নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার ॥ গত চারদিনে সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৩ হাজার ৮৬৭টি জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে ৫ হাজার ৭৩০ অভিযুক্তের জামিন মঞ্জুর করা হয়েছে। সুপ্রীমকোর্টের মুখপাত্র স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সূত্রে এ খবর জানা গেছে। এ ছাড়া ১১ মে থেকে ১৬ জুলাই, ২০২০ পর্যন্ত মোট ৪৫ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ১লাখ ২০ হাজার ৯০৪ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬০হাজার ৪০৭ অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর (শিশু আদালতসহ) হয়েছে। ১৬ জুলাই থেকে মোট ৪৫ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬৯৮ জন অভিভাবকের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে ৬৮৫ জনকে। ১২ জুলাই থেকে ১৬ জুলাই ২০২০ পর্যন্ত (রবিবার-বৃহস্পতিবার) সারাদেশের অধঃস্তন আদালতে ৫,৩১৯ টি মামলায় আত্মসমর্পণ আবেদন নিষ্পত্তি হয় এবং মোট ১৭,৫৯০ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে এবং ১,১৭৪ জন অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
×