ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভারি বর্ষণ ॥ পানি ঢুকেছে হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানে

প্রকাশিত: ২১:২০, ২০ জুলাই ২০২০

চট্টগ্রামে ভারি বর্ষণ ॥ পানি ঢুকেছে হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শ্রাবণের ভারি বর্ষণে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো। পানি ঢুকেছে দোকানপাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও কয়েকদিন এ অবস্থা বজায় থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ দশমিক ৬০ মিলিমিটার। তবে আগের দিন শনিবার তেমন বৃষ্টিপাত ছিল না। সেদিন মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। তবে রাত বারোটার পর থেকে বৃষ্টিপাত হতে থাকে। কখনও বা একটানা ভারি বর্ষণ, আবার কখনও বা থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। শ্রাবণের এ বর্ষণে সঞ্চালনশীল মেঘমালার কারণে বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত থাকতে পারে আরও দুয়েকদিন। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষায় এটি প্রকৃতির স্বাভাবিক আচরণ। তবে এখন সাগরে কোন লঘুচাপ বা দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য সতর্কতা সঙ্কেত নেই। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এতে বন্দরনগরীর চকবাজার, বাদুড়তলা, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, খাতুনগঞ্জ, রেয়াজুদ্দিন বাজার, শুলকবহর, প্রবর্তক মোড় এবং বিভিন্ন নিচু এলাকার সড়ক পানির নিচে চলে যায়। যানবাহন চলাচল বিঘ্নিত হয়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ওয়ার্ডে ঢুকে যায় বৃষ্টি ও জোয়ারের পানি। এতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, রোগী ও স্বজনদের দুর্ভোগের শেষ ছিল না। চট্টগ্রাম নগরীর পাইকারি বাজার খাতুনগঞ্জেও পানির আঘাত। তবে শুধু বৃষ্টিতে নয়, জোয়ারের পানি ভোগাচ্ছে খুব বেশি। সাগর তীরবর্তী চট্টগ্রামে দিনে দুবার জোয়ার হয়। এ সময় বৃষ্টিপাত হলে পানি নিষ্কাশন ব্যাহত হয়। ফলে ডুবে যায় নিচু সড়কগুলো। রবিবারও বিভিন্ন এলাকায় ভবনের নিচতলায় পানি ঢুকেছে। অনেক দোকানের পণ্য নষ্ট হয়েছে পানিতে ভিজে।
×