ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবি শিক্ষার্থীর মুক্তি দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২১:১৮, ২০ জুলাই ২০২০

জবি শিক্ষার্থীর মুক্তি দাবিতে মানববন্ধন

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনির হোসেনের হত্যা মামলায় কারাগার থেকে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে এই দাবি জানান তারা। জানা যায়, গত ২৭ জুন শরীয়তপুরের জাজিরা উপজেলার ভোলাই মুন্সিকান্দি গ্রামে জমি নিয়ে বিবাদের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রিয়াজ মাদবর (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ মারা যায়। পরে হত্যাকান্ডের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনের নামে লিটন মাদবর বাদী হয়ে মামলা দায়ের করে। পরে ৩০ জুন দুপুরে মনিরকে জিজ্ঞাসাবাদের নামে থানায় নেয় পুলিশ। পরে এই মামলার এজাহারে নাম না থাকা সত্ত্বেও মনিরকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখায় পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘মনির আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের একজন ছাত্র। এই লকডাউনের জন্য সে গ্রামের বাড়িতে ছিল। তার সঙ্গে বাদী বা বিবাদী পক্ষের কারও সঙ্গে কোন সংযোগ ছিল না। সে তৃতীয় পক্ষের লোক এবং ঘটনার দিন সে ঘরেই অবস্থান করছিল। কিন্তু প্রহসনমূলকভাবে এই হত্যার ঘটনায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করা হয়। জাজিরা থানার ওসি আযহারুল ইসলাম মোল্লা বলেন, এজাহারে ওই ছেলের নাম নেই, সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
×