ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ এশিয়ার ৭ দেশকে নিয়ে শুরু হচ্ছে অনলাইন মেলা

প্রকাশিত: ২১:০৭, ২০ জুলাই ২০২০

দক্ষিণ এশিয়ার ৭ দেশকে নিয়ে শুরু হচ্ছে অনলাইন মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। বাংলাদেশেও এর মারাত্মক প্রভাব পড়েছে। এতে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। কর্মহীন হয়েছেন বহু মানুষ। এদের মধ্যে নারী উদ্যোক্তারা অন্যতম। করোনায় থেমে আছে উদ্যোক্তাদের কাজ। বন্ধ হয়ে আছে কারখানা ও শোরুম। সীমিত আকারে খুললেও বিক্রি নেই বললেই চলে। বন্ধ হয়ে গেছে সরকারী ও বেসরকারী সব মেলা। তবুও টানতে হচ্ছে দোকান ভাড়া ও কর্মচারীর বেতন। এমন অবস্থায় সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরাম (এসএজিডিএফ) আয়োজন করেছে তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে অনলাইন মেলা গ্রাম তথা গ্রাসরুট রিজিওনাল আরটিসান মুভমেন্ট (জিআরএএম)। মেলায় অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার ৭ দেশ। কোরবানির ঈদ উপলক্ষে ২৩-২৭ জুলাই মেলার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এসএজিডিএফ চায়না ক্যান্টন ফেয়ারের আদলে এই মেলার আয়োজন করেছে। এ বিষয়ে এসএজিডিএফ কেন্দ্রীয় সম্পাদক মোহাম্মদ ইয়াকুব জানান, তারা তাদের সংগঠনগুলোর নারী উদ্যোক্তাদের নিয়েই মূলত এই আয়োজন করেছেন। তাদের প্রথম আয়োজিত এই অনলাইন মেলায় অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার ৭টি দেশ। দেশগুলো- হলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান।
×