ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে চাঁদা না দেয়ায় শিক্ষকের দোকানে তালা

প্রকাশিত: ২০:২১, ২০ জুলাই ২০২০

বাউফলে চাঁদা না দেয়ায় শিক্ষকের দোকানে তালা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ জুলাই ॥ চাঁদা না দেয়ায় বাউফলের ধুলিয়া হাইস্কুলের সামনে এক শিক্ষকের দোকানঘরে তালা লাগিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। জানা গেছে, স্থানীয় ২-৩ সন্ত্রাসী কয়েকদিন আগে ওই দোকান ঘরের মালিক ও ধুলিয়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেদায়েত হোসেন খানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা শনিবার প্রকাশ্যে ওই দোকানঘরে তালা লাগিয়ে দেয়। রবিবার বিকেল পর্যন্ত ওই দোকানে তালা ঝুলছিল। প্রধান শিক্ষক হেদায়েত হোসেন খানের ছেলে জাকির হোসেন বলেন, স্থানীয় ২-৩ সন্ত্রাসী তারা বাবার কাছে চাঁদা চেয়ে না পেয়ে দোকানে তালা লাগিয়ে দিয়েছে। তিনি ভয়ে ওই সব সন্ত্রাসী নাম প্রকাশে অপরগতা প্রকাশ করেন।
×