ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশুর হাটে স্বাস্থ্যবিধি রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২০:২০, ২০ জুলাই ২০২০

পশুর হাটে স্বাস্থ্যবিধি রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আসন্ন কোরবানি উপলক্ষে বাগেরহাটে নির্দিষ্ট স্থানে পশুরহাট বসানো, পশুরহাটে করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদের কাছে এই স্মারকলিপি দেয়া হয়। এ সময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা এ্যাডভোকেসি ফোরামের সদস্য নকীব নজিবুল হক নজু, এ্যাডভোকেট শরীফা খানম, রিজিয়া পারভীন, আহাদ উদ্দিন হায়দার, শাহিদা আক্তার, আলী আকবর টুটুল, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে করোনা সংক্রমণ রোধে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জেলার প্রবেশ পথসমূহে চেকপয়েন্ট স্থাপন পূর্বক চলাচল নিয়ন্ত্রণ। নির্দিষ্ট স্থানে হাট স্থাপন ও অননুমোদিত পশুরহাট বসতে না দেয়া। হাট সমূহে সামাজিক দূরত্ব নিশ্চিত করা। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য অনলাইনে কোরবানির পশু কেনাবেচার সুযোগ সৃষ্টি করা। জেলা ও পুলিশ প্রশাসনের পশুর হাট মনিটরিং কমিটিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা এ্যাডভোকেসি ফোরামকে সম্পৃক্ত করার দাবি জানানো হয়।
×