ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উখিয়ায় হিজলিয়া খালের ভাঙ্গনে সড়ক ও বাড়ি বিলীন

প্রকাশিত: ২০:১৯, ২০ জুলাই ২০২০

উখিয়ায় হিজলিয়া খালের ভাঙ্গনে সড়ক ও বাড়ি বিলীন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় হিজলিয়া খালের ভাঙ্গনে তিন শতাধিক মানুষ বসত বাড়ি হারানোর ঝুঁকির মধ্যে রয়েছে। হিজলিয়া এলাকায় খালের ভাঙ্গনের কারণে মানুষের হাঁটার রাস্তা, বসতবাড়ির বিশাল অংশ পানির প্রবল স্রোতে ভেঙ্গে বিলীন হয়ে গেছে। একাধিক বাড়ি যে কোন মুহূর্তে রাক্ষুসি খালের পেটে চলে যেতে পারে। ভুক্তভোগীরা বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় শত শত মানুষ চলাচল করত। ভেঙ্গে যাওয়ার ফলে এই মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ এখন। রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী স্থানীয়দের ইউনিয়ন পরিষদ বরাবরে আবেদন করতে পরামর্শ দিয়ে বলেন, আপাতত চলাচল করতে ব্যবস্থা করা হবে। স্থানীয় মাওলানা আব্দুর রহিম বলেন, আমরা দীর্ঘ ৫ বছর যাবত খালের ভাঙ্গনে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি। এই বছর বর্ষা মৌসুমের শুরুতেই হাঁটার রাস্তা খালের পানিতে বিলীন হওয়ায় আমাদের ছেলে মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারেনি। শাহিন আক্তার নামে এক মহিলা বলেন, খালের পানির প্রবল স্রোতে যে কোন মুহূর্তে আমাদের বিপদ হতে পারে। রাজাপালং ইউপি সদস্য সালাউদ্দিন বলেন, আমি গত ৪ বছর আগেও এলাকাবাসীকে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছি। আপাতত যেন তারা যাতায়াত করতে পারেন চেয়ারম্যানের পাশাপাশি তিনিও সহযোগিতা করবেন।
×