ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দোহারে খালের মুখ উন্মুক্ত করে সেতু নির্মাণ দাবি

প্রকাশিত: ২০:০৭, ২০ জুলাই ২০২০

দোহারে খালের মুখ উন্মুক্ত করে সেতু নির্মাণ দাবি

সংবাদদাতা, দোহার, নবাবগঞ্জ, ১৯ জুলাই ॥ ‘ধাপাড়িয়া খাল হোক প্রবাহমান, সুতারপাড়া-মধুরচরের পরিবেশ বাঁচান’-এই স্লোগান সামনে রেখে ঢাকার দোহারে রবিবার সকালে মধুরচর-সুতারপাড়া, ধাপাড়িয়া খালের ওপর বাঁধ উন্মুক্ত করে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মধুরচর-সুতারপাড়ার সর্বস্তরের জনগণ ধাপাড়িয়া খালের বাঁধের ওপর দাঁড়িয়ে এ মানববন্ধন করেন। মানববন্ধনকারীরা জানান, ধাপাড়িয়া খালের সুতারপাড়া ও মধুরচর এলাকায় প্রায় ১০ বছর আগে ১০০ থেকে ১৫০ মিটার জায়গায় মাটি ভরাট করে বাঁধ নির্মাণ করা হয়। খালের মুখে বাঁধ দেয়ার ফলে পদ্মার সঙ্গে খালের পানি প্রবাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রশাসন থেকে খালটির মুখ উন্মুক্ত করার উদ্যোগ না নিয়ে উল্টো ইজারা দেয়া হয়। খালটি আবদ্ধ হয়ে যাওয়ায় মধুরচর এলাকাটিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। অন্যদিকে ১২ মাস সুতারপাড়ার জনগণ পচা পানিতে স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। আগে যেখানে ছিল মৎস্য উৎপাদন, ছিল পাখপাখালির বিচরণ, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে এই জলাবদ্ধতা। ধাপাড়িয়া খালের সঙ্গে মধুরচর হতে সুতারপাড়া, ঝনকি, ডায়াকুম মিজাননগরসহ যতগুলো গ্রামে শাখা নালা বা খাল ছিল তা স্থবির হয়ে গেছে। সেই সুযোগে অনেকে খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছেন।
×