ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অনিয়মের অভিযোগে কচুয়ার বিদ্যালয়ের নির্মাণ কাজ বন্ধ

প্রকাশিত: ২০:০৬, ২০ জুলাই ২০২০

অনিয়মের অভিযোগে কচুয়ার বিদ্যালয়ের নির্মাণ কাজ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, ১৯ জুলাই ॥ কচুয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশে শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের চলমান কাজে বিভিন্ন অনিয়মের ঘটনায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। অভিযোগে তিনি উল্লেখ করেন চাঁদপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান কনটেম্পোরি এ্যান্ড অনন্ত টের্ডাস নির্মাণ কাজে ব্যবহৃত পাথর, বালির কোনটিই মানসম্পন্ন নয়। প্রকৌশলীর তদারকি ছাড়া নির্মাণ শ্রমিকদের দিয়ে অনুমানের ওপর ভিত্তি করে ৬ তলা ভবনের কাজ করে যাচ্ছে। পাথর বালি ছাঁকুনি দিয়ে ছেঁকে পানি দিয়ে পরিষ্কার করে কাজ করার কথা। কিন্তু বাস্তবে তা পরিলক্ষিত হয়নি। সরকারের প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ঠিকাদার ভঙ্গুর প্রকৃতির ভবন নির্মাণ করছে। তিনি আরও উল্লেখ করেন ঠিকাদার রনি দু’বছর পূর্বে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরে কম্পিউটার অপারেটর ছিল। সে সিন্ডিকেটের মাধ্যমে অধিদফতরের লোকজনের সাঙ্গে যোগসাজশে কাজ নিয়ে থাকে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী নুরে আলম বলেন, উপজেলা চেয়ারম্যান বা স্থানীয়রা যে কারণে কাজ বন্ধ করে দিয়েছে তা আমি জানি, তবে কাজ করার সময় আমরা সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করব। অচিরেই ভবনের নির্মাণ কাজের তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
×