ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৮ মৎস্যজীবী গ্রেফতার

প্রকাশিত: ২০:০২, ২০ জুলাই ২০২০

৮ মৎস্যজীবী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবন এলাকায় কীটনাশক প্রয়োগ করে মাছ শিকারকালে খুলনা জেলা পুলিশ রবিার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৪টি নৌকা, ১২শ’ বর্গফুট জাল, কীটনাশকসহ ৮ জনকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি নদীতে বিষ দিয়ে মাছ ধরছে। যা নদীর মাছসহ কুমির, সুন্দরবনের হরিণ ও বাঘের জন্য চরম ক্ষতিকর। এই বিষাক্ততার কারণে হুমকিতে পড়ছে জীব বৈচিত্র্য ও প্রাণী। দাকোপ উপজেলার কালাবগীর ভদ্রা নদীর খালের মধ্য থেকে নৌকা, জাল ও কীটনাশকসহ তাদের গ্রেফতার করা হয়।
×