ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৯:৫৩, ২০ জুলাই ২০২০

মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগের দাবি উঠেছে এক মানববন্ধন থেকে। রবিবার সকাল ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে তাদের পদত্যাগের দাবি করেছেন শিল্পী সমিতির ভোটাধিকার হারানো চলচ্চিত্র শিল্পীরা। তাদের অভিযোগ, মিশা ও জায়েদ প্যানেল শিল্পী সমিতির দায়িত্বে আসার পর শিল্পী সমিতির ১৮৪ অভিনয় শিল্পীর ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। রবিবার বিকেল ৪টায় শিল্পী সমিতির তরফ থেকে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এর আগে বুধবার চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে মিশা সওদাগর ও জায়েদ খানকে চলচ্চিত্রে অনির্দিষ্টকালের জন্য বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের ১৮ সংগঠন। এর মধ্যেই মানববন্ধনসহ শিল্পী সমিতি থেকেও তাদের পদত্যাগের দাবি উঠল। মানববন্ধনে চলচ্চিত্রের অভিনেত্রী সাদিয়া মির্জা বলেন, অনেকদিন ধরেই আমরা সিনেমার সঙ্গে জড়িত। শিল্পী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলাম। অনেকদিন ধরেই আমি ভোট দিয়ে আসছি। কিন্তু মিশা-জায়েদ প্যানেল ক্ষমতায় এসে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা শিল্পী সমিতি থেকে মিশা ও জায়েদ খানের পদত্যাগ চাই। শিল্পীরা জানান, তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে অপমান করা হয়েছে। বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই মিশা-জায়েদের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও কোন সুরাহা না পেয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ফিরোজ সাঁই, শান, সাজিদ প্রিন্স, রমিজউদ্দিন, হিরো আলমসহ অনেকে। ২০১৭-১৮ সালের শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সমিতির মোট ভোটার ছিল ৬২৪ জন। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল বিজয়ী হওয়ার পর এ তালিকা থেকে ১৮৪ ভোটারের ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য করা হয়েছে।
×