ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসমে বন্যা কবলিত ৩৭ লাখ মানুষ

প্রকাশিত: ১৯:৪৯, ২০ জুলাই ২০২০

অসমে বন্যা কবলিত ৩৭ লাখ মানুষ

ভারতের অসম রাজ্যের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। দেশটির ৩৭ লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে। ইতোমধ্যেই বন্যায় মৃতের সংখ্যা ৮০ জন ছাড়িয়েছে। বেসরকারী হিসাবে সংখ্যাটা আরও বেশি বলেই আশঙ্কা। গত কয়েক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদ ফুঁসছে। বিপদসীমার ওপর দিয়ে পানি বইছে। রাজ্যটির ২৬ জেলা পানির নিচে চলে গেছে। গ্রামের পর গ্রাম, চাষের জমি, বন্যপ্রাণী ব্রহ্মপুত্রের গ্রাসে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, মানুষ ও বন্যপ্রাণী একই ছাদের তলায় আশ্রয় নিচ্ছে। কাজিরাঙা জাতীয় উদ্যানে ৮৬টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। সরকারী সূত্রে জানা গেছে, কাজিরাঙা জঙ্গলের ৮৫ শতাংশের বেশি অংশ এখন পানির নিচে। অসম বিপর্যয় মোকাবেলা বাহিনীর তথ্য অনুযায়ী, ধুবরি, বরপেটা, মরিগাঁও, লখিমপুর, দারাং, গোলাঘাট, গোয়ালপাড়া ও বঙ্গাইগাঁওয়ের পরিস্থিতি সবচেয়ে খারাপ। ধুবরিতেই ৮ লাখ মানুষ বন্যা কবলিত। বরপেটা জেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী আনওয়ার আলি বলেন, আমরা ঘরের বাইরে বেরতে পারছি না। কারণ গোটা গ্রামই পানির নিচে। -পিটিআই ও এনডিটিভি অনলাইন।
×