ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেহরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সম্মত ইইউ

প্রকাশিত: ১৯:৪৯, ২০ জুলাই ২০২০

তেহরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সম্মত ইইউ

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আঞ্চলিক জোটটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ২০১৫ সালের ওই চুক্তিটি নিয়ে ইইউর এমন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। জোসেপ বোরেল বলেন, সমঝোতা কার্যকর করে তোলার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ইইউ কাজ করবে। শনিবার টুইটারে দেয়া এক পোস্টে জোসেপ বলেন, ‘আমি পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছি এবং মনে করি ইরানের সঙ্গে সমঝোতা রক্ষা করা জরুরী। এক্ষেত্রে ইইউর জয়েন্ট কমিশনের সমন্বয়ক হিসেবে আমি আমার ভূমিকা পালন করে যাব। পরমাণু সমঝোতা স্বাক্ষরের পঞ্চম বার্ষিকী উপলক্ষে ভূমধ্যসাগরীয় সংলাপ ২০২০-এ দেয়া ভার্চুয়াল বক্তৃতার পূর্ণাঙ্গ ভিডিও জোসেপ তার টুইটার পোস্টে যুক্ত করেছেন। তিনি বলেন, ‘দুটি কারণে পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরী। প্রথমত, বিশ্বের সামনে এ সমঝোতার বিকল্প নেই। দ্বিতীয়ত, আমরা যদি নতুন একটি চুক্তি করতে চাই তাহলে সেটি হবে ট্রাম্পের প্রত্যাশিত চুক্তি যা সম্ভব নয়। জোসেপ আরও বলেন, ‘১২ বছরের আলোচনা শেষে মতভিন্নতা দূর করে এই চুক্তি হয়েছিল। এটি ছিল পুরো দুনিয়ার জন্য এক বিশাল সফলতা।’ -বিবিসি।
×