ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতীয় জলসীমায় আচমকা চীনা যুদ্ধজাহাজ

লাদাখ প্রশ্নে মোদি সরকারের সমালোচনায় রাহুল

প্রকাশিত: ১৯:৪৮, ২০ জুলাই ২০২০

লাদাখ প্রশ্নে মোদি সরকারের সমালোচনায় রাহুল

দেশ প্রশ্নে মোদি সরকারের ভীরু অবস্থানের জন্য ভারতকে অনেক মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি ও সংসদ সদস্য রাহুল গান্ধী। লাদাখ প্রসঙ্গে শনিবার ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ‘চীন ভারতের ভূখ- ছিনিয়ে নিয়েছে, আর ভারত সরকার এখনও বসে বসে আঙ্গুল চুষছে! তিনি সরকারের নীরবতার বিষয়ে অভিযোগের আঙ্গুল তুলে আরও বলেন, ‘ভারতের এরূপ অবস্থানের কারণেই চীনের হাত আরও শক্ত হবে।’ খবর এনডিটিভি অনলাইনের। এদিন রাহুল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শুক্রবার লাদাখ সফরের একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে প্রতিরক্ষামন্ত্রীকে সীমান্তে উপস্থিত জওয়ানদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এদিন তিনি জওয়ানদের জানান, ভারত ও চীনের মধ্যে আলোচনা চলছে। কিন্তু আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। শুক্রবার লাদাখ সফরে গিয়ে রাজনাথ দাবি করেন, ভারতের এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়া হবে না। শুক্রবার কংগ্রেস সংসদ সদস্য রাহুল আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘গত ছয় বছর ধরে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ফলে সীমান্তে চীনা আগ্রাসন বেড়েছে।’ এদিন টুইট করে নিজের প্রায় সাড়ে তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল গান্ধী। সেই ভিডিওতে তিনি প্রশ্ন তোলেন, ‘ভারতের কী অবস্থা, যার জেরে চীন এতটা আগ্রাসী?’ ভারতের জলসীমায় চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি দেখা গেছে বলে অভিযোগ তুলেছে দিল্লী! ফলে লাদাখের ঘটনার পর নৌসীমানাতেও কড়া পাহারার ব্যবস্থা করছে দেশটি। আগ্রাসন ও নৌসেনা মোতায়েনের কারণে লাদাখে যখন উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে, তখন থেকেই ভারতীয় নৌসেনা আরব সাগর ও বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ শুরু করে। ভারতের জলসীমায় চীনের যুদ্ধজাহাজ প্রসঙ্গে এক সিনিয়র কমান্ডারের বক্তব্য তুলে ধরে দেশের একটি সংবাদপত্র জানিয়েছে, ভারতের জলসীমায় ঢোকার চেষ্টা করেছিল চীনের এক যুদ্ধজাহাজ।
×