ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কসমেটিকসের কৌটায় সাড়ে ৯২ লাখ টাকার সোনা

প্রকাশিত: ০১:০১, ১৯ জুলাই ২০২০

কসমেটিকসের কৌটায় সাড়ে ৯২ লাখ টাকার সোনা

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ৯২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এক কেজি ৮৫০ গ্রাম সোনার বারসহ জেদ্দা থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোঃ সোলাইমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের ঢাকার কর্তব্যরত বি শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে শনিবার বিকেল পাঁচটা ২৫ মিনিটে জেদ্দা থেকে আসা এসভি৩৮০৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ জসিমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা চারটি কসমেটিকসের কৌটার মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৬টি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৮৫০ গ্রাম। জব্দ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৯২ লাখ ৫০ হাজার টাকা। আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
×