ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নগদের নতুন সেবা এ্যাড মানি

প্রকাশিত: ০০:৪৮, ১৯ জুলাই ২০২০

নগদের নতুন সেবা এ্যাড মানি

বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্টের ডিজিটাল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’, সাউথইস্ট ব্যাংক ও মাস্টারকার্ড যৌথভাবে নগদের মোবাইল এ্যাপ্লিকেশনের জন্য নতুন একটি সেবা চালু করেছে। নতুন এ ফিচারের মাধ্যমে গ্রাহকরা মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড থেকে সরাসরি এবং তাৎক্ষণিকভাবে নগদ এ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। সাউথইস্ট ব্যাংকের মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ের (এমপিজিএস) মাধ্যমে সেবাটি প্রদান করা হবে। এর আগে বাংলাদেশের প্রথম পথিকৃৎ পেমেন্ট স্কিম হিসেবে ২০১৯ সালে মোবাইল ওয়ালেটের জন্য সর্বপ্রথম এ্যাড মানি সেবা চালু করে মাস্টারকার্ড। সম্প্রতি নগদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ প্রসঙ্গে নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুক বলেন, বাংলাদেশে ডিজিটাল লেনদেন বেশ উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। বিশেষত সাম্প্রতিক সময়ে নগদ এ পরিবর্তনের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে। নগদ ব্যবহারকারীদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই আমরা একের পর এক নতুন সেবা ও সুবিধা চালু করে যাচ্ছি। আমাদের এ্যাকাউন্ট হোল্ডারদের আমরা সব সময় অগ্রাধিকার দিয়ে থাকি। কারণ আমরা বিশ্বাস করি, মানুষ বেঁচে থাকলে দেশ বাঁচবে। তাই গ্রাহকদের প্রতিদিনের জরুরী লেনদেনকে আরও সহজ করতে নতুন এই এ্যাড মানি সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আরও আনন্দিত যে, নগদ এ্যাকাউন্ট হোল্ডাররা এখন তাদের মাস্টারকার্ড থেকে সহজেই নিজ নিজ এ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এবং এক্ষেত্রে তাদের কোন ক্যাশ ইন পয়েন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না। মাস্টারকার্ড এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সঙ্গে আমাদের এ পার্টনারশিপ নগদ ব্যবহারকারীদের জন্য ডিজিটাল লেনদেনকে আরও সহজ করে তুলবে। অর্থনীতি ডেস্ক
×