ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র ॥ বরিশাল বিসিকের উন্নয়ন কাজে গতি

প্রকাশিত: ০০:৪৮, ১৯ জুলাই ২০২০

টু ক রো খ ব র ॥ বরিশাল বিসিকের উন্নয়ন কাজে গতি

অবহেলায় পড়ে থাকা দেশের অন্যতম বৃহৎ আয়তনের শিল্পনগরী বরিশাল বিসিকের উন্নয়ন কাজে গতি ফিরেছে। এতে স্বস্তি ফিরেছে শিল্প মালিকদের মাঝে। প্রায় ৭০ বছর আগে ১৩০ দশমিক ৬১ একর জমির ওপর গড়ে তোলা বরিশাল বিসিকের ‘শিল্পনগরীর অনুন্নত এলাকার উন্নয়ন এবং উন্নত এলাকার অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণ’ প্রকল্পে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কাজ পেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ তো দূরের কথা, শুরুই করতে পারেননি ঠিকাদাররা। বিসিক মালিক সমিতি সূত্রে জানা যায়, নানা জটিলতা কাটিয়ে ২০১৭ সালের এপ্রিলে বরিশাল বিসিকের উন্নয়নের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকার প্রকল্পটি একনেকে পাস হয় এবং ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়। কিন্তু পরবর্তী সময়ে নানা কারণ দেখিয়ে তৎকালীন সময়ের প্রকল্প পরিচালক সময় চেয়ে তা ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। এরপরও শেষ পর্যন্ত কাজ শুরু না হওয়ায় মুখ থুবড়ে পড়ে এ উন্নয়ন কার্যক্রম। বার বার তাগাদা দিলেও ঠিকাদারদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে শিল্পনগরীর কর্মকর্তারা মালিক সমিতির সঙ্গে বৈঠক করে ঠিকাদারদের নিয়ে আলোচনায় বসেন। এ সময় ঠিকাদাররা নানা জটিলতা দেখালে মালিক সমিতি এ উন্নয়ন কাজের দায়িত্ব নিয়ে কাজ শুরু“করে। ফলে চলতি বছরের শুরু থেকে দ্রুতগতিতে মানসম্পন্ন কাজ এগিয়ে চলায় স্বস্তি প্রকাশ করেছে শিল্প উদ্যোক্তারা। তবে উন্নয়নকাজের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ ধরা হলেও এটি এখন বেড়ে ৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে। বরিশাল বিসিকের এ উন্নয়ন প্রকল্পের পরিচালক ও বরিশাল শিল্পনগরী কর্মকর্তা মো. খায়রুল বাশার জানান, নানা জটিলতা কাটিয়ে সম্প্রতি কাজে যে গতি এসেছে, তাতে নতুন করে বাড়ানো সময়সীমায় প্রকল্পের কাজ ১০০ ভাগ সমাপ্ত করা সম্ভব হবে।
×