ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অপু বিশ্বাসের অনুরোধ

প্রকাশিত: ০০:১৩, ১৯ জুলাই ২০২০

অপু বিশ্বাসের অনুরোধ

সংস্কৃতি ডেস্ক ॥ সিঙ্গেল মাদার কথাটির মধ্যে খুব একাকীত্ব মনে হয়। কিন্তু আমার সারমর্মে তার উল্টো। কারণ, একটা মানুষ পৃথিবীতে অনেক কিছু করতে আসে। কিন্তু যখন তাকে বাধা দেয়া হয় তার স্বাধীনতার মধ্যে, তার প্রতিভার মধ্যে ইঙ্গিত করা হয় তখন অনেক কিছু করার থাকলেও তা আমরা একজন সিঙ্গেল মাদাররা করতে পারি না। যখন আমাদের কাছে মনে হয় সিঙ্গেল মাদার অর্থাৎ আমি কারো দায়িত্ব নিয়ে আছি এটার মধ্যে অনেক আনন্দ, আত্মবিশ্বাস রয়েছে। কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে থমকে গেছে গোটা সমাজ ব্যবস্থা। ভাল নেই কেউ। তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছি আমরা সিঙ্গেল মাদাররা। আমাদের দেশ অনেক বেশি উন্নয়নশীল। এই মহামারী বেশিদিন থাকবে না। অন্ধকর কেটে গিয়ে আলো আসবে, আসতেই হবে। আশা করছি দ্রুত এই মহামারী থেকে রক্ষা পাব। আমি চাই সিঙ্গেল মাদারদের নিয়ে সরকার মমতাময়ী মা দেশরতœ শেখ হাসিনা কোন উদ্যোগ যেন প্রেরণ করেন। সিঙ্গেল মাদারদের ক্ষুদ্র ব্যবসাকে সাপোর্ট দিয়ে একটি জায়গায় নিয়ে যাওয়া; যাতে তাদের পরিবার, পরিজন, সন্তান সবাইকে একটা সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে যেতে পারে। সিঙ্গেল মাদারদের জন্য সরকারের সহযোগিতা খুবই জরুরী। সিঙ্গেল মাদারদের একটা ডিপ্রেশন, এটা যেন আমরা সবাই কাটিয়ে উঠতে পারি। আমার বিশ্বাস সরকারের কাছে এই বার্তা পৌঁছালে তিনি আমাদের জন্য একটা ব্যবস্থা নেবেন। অপু বিশ্বাস অভিনীত মুক্তির অপেক্ষায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। সিনেমা হল খুললেই ছবিটি মুক্তি পাবে বলে জানান ঢালিউড কুইন অপু বিশ্বাস।
×