ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৯, ১৯ জুলাই ২০২০

করোনা উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট বিভাগে তিনজন, সাতক্ষীরায় দুজন, জয়পুরহাটে একজন, নড়াইলে একজন, নওগাঁয় একজন, বগুড়ায় একজন, কিশোরগঞ্জে একজন, নোয়াখালীতে একজন এবং ঢাকার সাভারে একজন রয়েছেন। বিভিন্ন জেলায় মারা যাওয়া এসব ব্যক্তিদের মধ্যে মুক্তিযোদ্ধা, স্কুল শিক্ষক, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তা রয়েছেন। এছাড়া নড়াইল জেলা পুলিশ সুপার এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুরে পৌর মেয়র আবু তাহের করোনা আক্রান্ত হয়েছেন এবং নীলফামারীতে ২৩ চীনা নাগরিকসহ নতুন করে ৪৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনার কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন ৪০ জনকে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ১৭১ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় করোনার লক্ষণ পাওয়ায় অনেক গ্রামের বাড়িঘর, দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিলেট ॥ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে ১১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগ সূত্রে জানানো হয়, সিলেট বিভাগে শনাক্ত ১১২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৮৬ জন ও সুনামগঞ্জে ১১ জন। সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৪০৯ জন। সাতক্ষীরা ॥ করোনা আক্রান্ত হয়ে একজনসহ উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তারা হাসপাতালের আইসোলেশনে মারা যান। মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত ওমর আলীর ছেলে করোনা আক্রান্ত নজরুল ইসলাম (৭৫) ও যশোর জেলার শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের মৃত ফরাজ তুল্লাহ’র ছেলে ঈসমাইল হোসেন (৬০)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যান। জয়পুরহাট ॥ এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মামুনর রশিদ সরদার নামে ৬৫ বছর বয়সের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বগুড়ার বেসরকারী টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া। মৃত মামুনর রশিদ সরদারের বাড়ি কালাই উপজেলার পৌর সদরের থানাপাড়া মহল্লায়। শুক্রবার সকালে করোনা উপসর্গ নিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নড়াইল ॥ কালিয়া উপজেলার বড়দিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরিফুর ইসলাম চৌধুরী অরুন (৫৭) নামের একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে এবং নতুন করে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমসহ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। নওগাঁ ॥ জেলার সাপাহার উপজেলায় আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা হলো ১২ জন। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাতজন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৩৮ জন। বগুড়া ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ারুল ইসলাম (৬৭)। বাড়ি শেরপুরের উলিপুর গ্রামে। তিনি করোনা পজিটিভ হয়ে এক ক্লিনিকে ভর্তি ছিলেন। শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার সকালে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজার রহমান তুহিন জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় আরটি পিসিআর ল্যাবে ৩২৩টি নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৭১ জনের। কিশোরগঞ্জ ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোঃ স্বাধীন মিয়া (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নোয়াখালী ॥ করোনা আক্রান্ত হয়ে এই প্রথম এবিএম নোমান (৫৭) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়। শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়। সাভার ॥ ঢাকার সাভারে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার ভাগলপুর মহল্লার মৃত আহম্মদ আলীর ছেলে। জানা গেছে, গত ৬ জুলাই অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সিরাজগঞ্জ ॥ পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাব থেকে পুলিশ সুপারের করোনা শনাক্তের রিপোর্ট আসে। তিনি এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। মাগুরা ॥ শনিবার মাগুরায় করোনাভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হলো ২৯৯ জন। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজন। সুস্থ হয়েছে ১৪৯ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছে। ঝালকাঠি ॥ জেলায় শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ কর্মকর্তাসহ করোনাভাইরাসে ২৩ জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২১১৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর মধ্যে ১৯৭০ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৩৮১ জনের রিপোর্ট পজিটিভ ও ১৫৬৪ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে বলে শনিবার সিভিল সার্জন সূত্রে জানা গেছে। এ নিয়ে গাইবান্ধায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৫১২ জন এবং এ পর্যন্ত মৃত ১০ জন। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মেঝো ছেলে সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু বাবার জন্য দোয়া চেয়ে তার ফেসবুকে এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। হবিগঞ্জ ॥ জেলায় নতুন আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১ হাজার ৩২ জন। শনিবার সকালে নতুন করে ১৫ জন আক্রান্তের কথা নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল। নীলফামারী ॥ উত্তরা ইপিজেডের নতুন করে ২৩ জন চীনা নাগরিকসহ জেলায় ৪৫ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। শনিবার সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করেন। কেরানীগঞ্জ ॥ ঢাকার কেরানীগঞ্জে এক ডাক্তারসহ নতুন করে আরও ৪৪ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩২১ জনে।
×