ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শ্রাবণ সন্ধ্যায় রাজধানীতে নজরুল বাণী সজ্জিত ‘বর্ষার গান’

প্রকাশিত: ২৩:১৫, ১৯ জুলাই ২০২০

শ্রাবণ সন্ধ্যায় রাজধানীতে নজরুল বাণী সজ্জিত ‘বর্ষার গান’

স্টাফ রিপোর্টার ॥ সকাল থেকেই তেজোদীপ্ত হয়ে ওঠে আকাশ। এরপর ক্রমশ বেড়েছে তাপমাত্রা। ছড়িয়ে দিয়েছে প্রখর রোদ্দুর। দুপুর অবধি বয়ে গেছে খরতাপ। দুপুর পেরুনো বিকেলে বদলে যায় দৃশ্যপট। অন্তরীক্ষ থেকে ঝরেছে ঝুম বৃষ্টি। আর এমন দিনের বিকেল গড়ানো সন্ধ্যায় বারিধারার বাণীময় সুরে হৃদয় হয়ে ওঠে উতলা। বর্ষা বন্দনার সেই সঙ্গীতানুষ্ঠানটি সজ্জিত ছিল জাতীয় কবির গানের সুরে। মেঘ-বৃষ্টি ও ঝড়ের কথা বলা সঙ্গীতাসরটির শিরোনাম ছিল কাজী নজরুল ইসলামের ‘বর্ষার গান’। মহামারীর দুঃসময়ে শ্রোতা ও শিল্পীদের মানসিকভাবে প্রফুল্ল রাখতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সঙ্গীত সংগঠন পরিষদ। শনিবার সন্ধ্যায় পরিষদের ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারিত হয় এই সঙ্গীতানুষ্ঠান। শ্রাবণের বৃষ্টিঝরা দিনের শেষে অনেকেই ঘরে বসে উপভোগ করেছেন নজরুলের বর্ষার বাণীতে সজ্জিত এ সঙ্গীতাসর। অন্তর্জালের এ আয়োজনে গান শুনিয়েছেন ছন্দা চক্রবর্তী, শহীদ কবীর পলাশ ও বিজনচন্দ্র মিস্ত্রী। প্রথম পরিবেশনা উপস্থাপন করেন ছন্দা চক্রবর্তী। বাদল দিনের ঝড়ের প্রতি ভালবাসা ও অনুরাগ মেলে ধরেন কণ্ঠের আশ্রয়ে। গেয়ে শোনানÑ শাওন রাতে যদি স্মরণে আসে মোরে/বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে/ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম ...। পরের পরিবেশনায় গাইলেনÑ ঝর ঝর ঝরে শাওন ধারা/ভবনে এলো মোর কে পথহারা/বিরহ রজনী একেলা যাপি/সঘন বহে ঝড় সভয়ে কাঁপি ...। এরপর এই শিল্পীর কণ্ঠে গীত হয় ‘গগনে কৃষ্ণ মেঘ দোলে’ ও ‘শাওন রাতে যদি’ শীর্ষক সঙ্গীত। শিল্পী শহীদ কবীর পলাশও চারটি নজরুলসঙ্গীত পরিবেশন করেন। এই শিল্পীর কণ্ঠে গীত হয় ‘আবার শ্রাবণ এলো ফিরে’, ‘নিশি রাতে রিমঝিম ঝিম’, ‘দোলে বনতমালের ঝুলনাতে’ ও ‘শাওন আসিল ফিরে’ শিরোনামের সঙ্গীত। সব শেষ পরিবেশনা উপস্থাপন করেন বিজনচন্দ্র মিস্ত্রী। মেঘমালার সৌন্দর্যে পুলকিত হওয়ার বারতায় গেয়ে শোনানÑ মেঘের ডমরু ঘন বাজে /বিজলী চমকায়, আমার বনছায়/মনের ময়ূর যেন সাজে ...। এরপর এই শিল্পী একে একে পরিবেশন করেন ‘অঝোর ধারায় বর্ষা ঝরে’, ‘রুম ঝুম রুম ঝুম কে’ ও ‘আবার কি এলোরে বাদল’ শিরোনামের সঙ্গীত। নজরুলের বারোটি বর্ষার গানের সাজানো সঙ্গীতানুষ্ঠানটির সঞ্চালনা করেন সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
×