ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য অধিদফতরের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০০:২২, ১৮ জুলাই ২০২০

স্বাস্থ্য অধিদফতরের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল ॥ তথ্যমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারীর মধ্যে চিকিৎসা নিয়ে নানা অনিয়মের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জেকেজি ও রিজেন্ট গ্রুপের অনিয়মগুলো সরকারই উদঘাটন করেছে। কোন পত্রিকার রিপোর্ট দেখে বা বিরোধীদল বলেছে এরকম অনিয়ম হচ্ছে, সে কারণে এটি উদঘাটন হয়নি। এখানে যাতে কোন ধরনের অনিয়ম দুর্নীতি না থাকে সেজন্য সরকারই উদঘাটন করেছে। অবশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাস্থ্য অধিদফতরের এ ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন ছিল। খবর বিডিনিউজের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকেই সমালোচনা করেন ঘরে বসে, টেলিভিশনে উঁকি দিয়ে, তারা ঘর থেকেও বের হয় না। বাংলাদেশে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ। পৃথিবীর ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম অন্যতম। নানা প্রতিকূলতা ও স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে পৃথিবীর উন্নত দেশগুলোর চেয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে করোনাভাইরাসে পৃথিবীর যে কয়টি হাতেগোনা দেশের মৃত্যুর হার সবচেয়ে কম তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
×