ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে মানবদেহে করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ

প্রকাশিত: ০০:১৪, ১৮ জুলাই ২০২০

ভারতে মানবদেহে করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’র মানবদেহে প্রথমধাপের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। শুক্রবার হরিয়ানা প্রদেশের রোহতকে পোস্ট-গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে প্রথম দফায় তিনজন স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। খবর দ্য হিন্দুর। দেশটির ইংরেজী দৈনিক বলছে, ভারতে বায়োটেকের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহে প্রথম ধাপে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ভ্যাকসিন নেয়া তিন স্বেচ্ছাসেবীর শরীরে এখন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পোস্ট-গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের পালমোনারি এ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জ্যেষ্ঠ অধ্যাপক ও কো-প্রিন্সিপাল গবেষক ধ্রুব চৌধুরী বলেন, করোনার সম্ভাব্য ভ্যাকসিনটি প্রয়োগের আগে ওই তিন স্বেচ্ছাসেবীর লিভারের কার্যকারিতা এবং করোনা পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ভ্যাকসিনটি প্রয়োগের জন্য ৮ স্বেচ্ছাসেবীর মধ্যে থেকে তিনজনকে বাছাই করা হয়।
×