ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম পরীক্ষার ফল প্রকাশ সোমবার

প্রকাশিত: ০০:১১, ১৮ জুলাই ২০২০

অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম পরীক্ষার ফল প্রকাশ সোমবার

জনকণ্ঠ ডেস্ক ॥ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মানবদেহে করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হবে। চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটে তা প্রকাশিত হবে। এক বিবৃতিতে জার্নালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় বলে রয়টার্স জানিয়েছে। খবর ইয়াহু নিউজের। অক্সফোর্ডের ভ্যাকসিনটির এরই মধ্যে বড় আকারে মানবদেহে পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে সুরক্ষা দেবে কিনা তা নিশ্চিত হবেন গবেষকরা। তবে উদ্ভাবকরা এখনও প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করেননি। ল্যানসেটের এক নারী মুখপাত্র বলেন, আমরা আশা করছি চূড়ান্ত সম্পাদনা ও প্রস্তুতিতে থাকা প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হবে। এই প্রতিবেদনটি জরুরী ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে। ভ্যাকসিনটির উদ্ভাবকরা এই মাসের শুরুতে জানিয়েছিলেন, মানবদেহে চালানো পরীক্ষার ফলে তারা আশাবাদী। প্রথম ধাপের পরীক্ষার ফল জুলাই মাসের শেষের দিকে প্রকাশিত হবে। মানবদেহে পরীক্ষার পূর্বে শুকরের দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। এতে দেখা গেছে, এক ডোজের চেয়ে দুই ডোজ প্রদান করলে এ্যান্টিবডির কার্যকারিতা বেশি পাওয়া যাচ্ছে।
×