ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুখ স্পর্শে বাধা দেবে নেকলেস

প্রকাশিত: ২২:৫৭, ১৮ জুলাই ২০২০

মুখ স্পর্শে বাধা দেবে নেকলেস

অভিনব এক নেকলেসের নক্সা তৈরি করেছে নাসার জেট প্রপালশন ল্যাব। মুখের কাছে হাত আনলেই সতর্কবার্তা জানাবে ‘পালস’ নামের নেকলেসটি। জেট প্রপালশন ল্যাবের তিন প্রকৌশলী মিলে তৈরি করেছেন পালস নামের নেকলেসের নক্সাটি। অন্যান্যরাও যাতে থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে এটি তৈরি করে নিতে পারেন, সেজন্য নক্সা উন্মুক্ত করেছেন তারা। পালস নেকলেসটির ১২ ইঞ্চি পরিসীমা পর্যন্ত হিসাব রাখার সক্ষমতা রয়েছে এবং এতে ‘কয়েন ভাইব্রেশন মোটর’ রয়েছে। মুখের কাছ হাত আনতে থাকলেই এগুলো সক্রিয় হয়ে উঠবে, কেঁপে উঠবে মুখের যত কাছে হাত থাকবে, কম্পন ততই বেশি হবে। নাসা জানিয়েছে, পালসের মূল উদ্দেশ্য কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ কমানো, কোন সংক্রমিত স্থানে স্পর্শ করার পর ওই হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করলে সংক্রমিত হতে পারেন যে কেউ। এ ধরনের নেকলেস বানাতে যে যে যন্ত্রাংশের প্রয়োজন পড়বে, সেটির একটি তালিকাও দিয়েছে ল্যাব যা যে কেউ ডাউনলোড করে নিতে পারবেন। নাসা আরও জানিয়েছে, পালসের নক্সা ইচ্ছে করেই এমনভাবে করেছে প্রতিষ্ঠানটি যাতে এটি সহজে ও কম খরচে তৈরি করা যায়। তবে, এটিকে মাস্ক বা রেসপিরেটরের বিকল্প ভাবতে মানা করেছে নাসা। অন্যান্য করোনাভাইরাস সুরক্ষা পদক্ষেপের পাশাপাশি এটি ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।-এনগ্যাজেট।
×