ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়ার সেরা পাঁচে বাংলাদেশের জীবনের গোল

প্রকাশিত: ২১:২২, ১৮ জুলাই ২০২০

এশিয়ার সেরা পাঁচে বাংলাদেশের জীবনের গোল

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলে স্ট্রাইকার মানেই যেন বুদ্ধিদীপ্ত সব গোল। প্রতিপক্ষ দলের গোলরক্ষককে বোকা বানিয়ে বা পরাস্ত করে দারুণ সব গোলোৎসবে দর্শকদের মাতানো। সুযোগ সন্ধানী স্ট্রাইকারদের পায়ের ছন্দে ফুটবল যেন পায় অনন্য মাত্রা। তবে কত শত গোলের মাঝে কিছু গোল হয়ে থাকে স্মরণীয়। যা কখনও কখনও জায়গা করে নেয় ইতিহাসের পাতায় ও দর্শকদের হৃদয়ের মণিকোঠায়। এবার এশিয়ার সেরা পাঁচ গোলের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। ২০১৯ এএফসি কাপে এমন পাঁচ সেরা বুদ্ধিদীপ্ত গোলের তালিকা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। যেখানে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের ক্লাব আবাহনী লিমিটেড ঢাকার কুশলী স্ট্রাইকার জীবনের গোল। ২০১৯ সালে ১৭ এপ্রিল ভারতের মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে গোলটি করেছিলেন জীবন। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। ম্যাচের ২০ মিনিটে সতীর্থ হাইতির কেরভেন্স বেলফোর্টের কাটব্যাক থেকে বক্সের ভেতরে জীবন দৃষ্টিনন্দন এক ব্যাকহিল থেকে করেছিলেন বুদ্ধিদীপ্ত গোলটি। এএফসির সেরা গোলের তালিকায় নিজের গোল দেখে দারুণ খুশি জীবন, ‘খবরটা শুনে বেশ ভাল লাগছে। এসব গোল দেখলে আমার নিজের ওপর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এবার চেষ্টা করব জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভাল কিছু উপহার দিতে।’ সেরা পাঁচে মনোনীত অন্য চার ফুটবলার হলেন- উজবেক ক্লাব এএফসি নাসাফের লাটভিয়ান মিডফিল্ডার পেরেপ্লোটকিনস, ইরাকের এরবিল ক্লাবের আমজাদ রাধি, জর্ডানের আল-ওয়েহদাত ক্লাবের বাহা ফয়সাল ও সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের হাফিজ নূর। তবে সেরাদের সেরা হবার এখনও বাকি। যা নির্ধারণ হবে দর্শকদের ভোটের মাধ্যমে। আগামী ২৩ জুলাই পর্যন্ত ভোট দিয়ে ৫ জনের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করবেন দর্শকরা। উল্লেখ্য, এর আগে এএফসি কাপে মামুনুল ইসলাম ও সোহেল রানার গোল জায়গা পেয়েছিল সেরার তালিকায়। মজার ব্যাপার, জীবনের মতো তারাও আবাহনীর ফুটবলার!
×