ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিত হবে টেসলা ‘ব্যাটারি ডে’

প্রকাশিত: ১৯:৩১, ১৮ জুলাই ২০২০

সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিত হবে টেসলা ‘ব্যাটারি ডে’

অবশেষে ‘ব্যাটারি ডে’ ও শেয়ারধারীদের সভার নতুন তারিখ জানিয়েছে টেসলা। সেপ্টেম্বরের ২২ তারিখ বার্ষিক শেয়ারধারী সভা অনুষ্ঠিত হওয়ার পর দুপুরে ‘ব্যাটারি ডে’ও আয়োজিত হবে। দুটি আয়োজনই হবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেমন্টে অবস্থিত টেসলা কারখানায়। ওই স্থান থেকেই আয়োজন দুটি সরাসরি স্ট্রিম করবে প্রতিষ্ঠানটি। মার্কিন সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দেয়া এক নথিতে উঠে এসেছে তথ্যটি। ব্যাটারি ডেতে টেসলার ‘পাওয়ারট্রেইন’ ও ব্যাটারি উন্নয়ন নিয়ে আলোচনার পরিকল্পনা আছে টেসলার। এর আগে ইলন মাস্ক এক টুইটে লিখেছিলেন, এটি হবে ‘টেসলার ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর দিনগুলোর একটি।’ আদতে ব্যাটারি ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মে মাসে, আর বার্ষিক শেয়ারধারীদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুলাইয়ের সাত তারিখে। করোনাভাইরাস মহামারীর কারণে দুটি আয়োজনকেই পিছিয়ে দিয়েছিল টেসলা। জুনের শেষে মাস্ক আরেক টুইটে জানিয়েছেন, ওই দিনের আয়োজনে প্রতিষ্ঠানের ‘সেল প্রোডাকশন সিস্টেম’ ঘুরিয়ে দেখানো হবে। এ ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য দেননি তিনি। জুলাইয়ের শুরুতেই রেকর্ড পরিমাণ বেড়েছিল টেসলা শেয়ার দর। ফলে শেয়ার বাজারে টেসলার মূল্য দাঁড়ায় ২০ হাজার ৯৪৭ কোটি ডলারে। এতে করে রাতারাতি টয়োটাকে পিছে ফেলে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের অবস্থানে চলে আসে প্রতিষ্ঠানটি।
×