ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উচ্চ ও নিম্ন আদালতে মামলা বেড়েছে

প্রকাশিত: ২৩:৫০, ১৭ জুলাই ২০২০

উচ্চ ও নিম্ন আদালতে মামলা বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত দুই বছরের চেয়ে উচ্চ আদালতসহ নিম্ন আদালতে মামলার সংখ্যা তুলনামূলক বেড়ে গেছে। বর্তমানে দেশে মামলার সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮। সুপ্রীমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩৩ লাখ ৫৪ হাজার ৫০০টি। এর পর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার সংখ্যা বৃদ্ধি পায়। যার সংখ্যা ছিল ৩৫ লাখ সাত হাজার ৮৯৮ টি। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৭ লাখ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপীল বিভাগে বিচারাধীন আছে ২৩ হাজার ৬১৭টি মামলা।
×