ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জটিল রোগে আক্রান্ত সোহাগ চিকিৎসার জন্য সহযোগিতা চান

প্রকাশিত: ২৩:২১, ১৭ জুলাই ২০২০

জটিল রোগে আক্রান্ত সোহাগ চিকিৎসার জন্য সহযোগিতা চান

স্টাফ রিপোর্টার ॥ জটিল রোগে আক্রান্ত মোঃ সোহাগের (৩২) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি প্রায় আট বছর ধরে ঘাড়ের শিরার ব্যথায় ভুগছেন। বর্তমানে ব্যথার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে গেছে। মাথা ঘোরাতে পারেন না তিনি। তার স্বাভাবিক জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু দিনমজুর সোহাগের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। স্ত্রী ও দুই সন্তান রয়েছে সোহাগের। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম। অসুস্থতার কারণে তিনি কাজে নামতে না পারায় পরিবারের সদস্যরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। নওগাঁর আত্রাই উপজেলার হরিপুর গ্রামে তাদের বাড়ি। টাকার অভাবে মোঃ সোহাগের চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, সোহাগের চিকিৎসার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৭৪৯৭৮৪৫১৩। চিকিৎসায় সাহায্য দিন মোঃ সোহাগের এই সঞ্চয়ী হিসাবেÑ ব্যাংক এশিয়া, সমসপাড়া শাখা, আত্রাই, নওগাঁ, হিসাব নং ১০৮৩৪৬৪০০৬১১২। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×