ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিয়মিত আদালত চালুর দাবিতে আইনজীবীদের সমাবেশ, পদযাত্রা

প্রকাশিত: ২৩:০৩, ১৭ জুলাই ২০২০

নিয়মিত আদালত চালুর দাবিতে আইনজীবীদের সমাবেশ, পদযাত্রা

স্টাফ রিপোর্টার ॥ নিয়মিত আদালত চালুর দাবিতে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে সমাবেশ ও প্রধান বিচারপতির বাসভবন অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপর বাংলাদেশ বার কাউন্সিল সংলগ্ন গেট পর্যন্ত গিয়ে পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়েন আইনজীবীরা। তারা মিছিল শেষে কর্মসূচী শেষ করেন। বৃহস্পতিবার দুপুরে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সুপ্রীমকোর্ট বার ভবন থেকে পদযাত্রা শুরু হয়। প্রধান বিচারপতির বাসভবন অভিমুখে যাওয়ার উদ্দেশে বার কাউন্সিল সংলগ্ন গেটে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে তাদের আটকে দেয়। তখন আইনজীবীরা গেটের ভেতরেই অবস্থান কর্মসূচী পালন করেন। এ সময় সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে কয়েকটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- অবিলম্বে সুপ্রীমকোর্টসহ দেশের সব আদালত নিয়মিতভাবে খুলে দিতে হবে। সব বিচার অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে হবে। ২০২০ ও ২০২১ সালের সুপ্রীমকোর্ট ও নিম্ন আদালতের সব ঐচ্ছিক ছুটি বাতিল করতে হবে। দেশের সব আদালতে চার মাস ধরে নিয়মিত কোর্ট বন্ধ থাকায় ৬০ হাজার আইনজীবীর প্রত্যেককে সরকারী কোষাগার থেকে আর্থিক প্রণোদনা হিসেবে এক লাখ টাকা দেয়ার ব্যবস্থা করতে হবে। আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জামানতবিহীন ও সুদমুক্ত পাঁচ লাখ টাকা পাঁচ বছর মেয়াদী ব্যক্তিগত ব্যাংক লোনের ব্যবস্থা করতে হবে। কর্মসূচীতে নেতৃত্ব দেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, যুগ্ম-আহ্বায়ক এ্যাভোকেট শাহ আহমেদ বাদল, এ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, সদস্য সচিব এ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা।
×