ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশীদের জন্য মাল্টার ভিসা সহজীকরণের অনুরোধ

প্রকাশিত: ২২:৫৯, ১৭ জুলাই ২০২০

বাংলাদেশীদের জন্য মাল্টার ভিসা সহজীকরণের অনুরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশী দক্ষ-অদক্ষ শ্রমিক ও পেশাজীবীদের জন্য মাল্টার ভিসা সহজীকরণের অনুরোধ জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের অনাবাসী হাইকমিশনার মোঃ জসীম উদ্দিন। মাল্টার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডক্টর বায়রন ক্যামেলিয়ারির সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। খবর বাংলানিউজের। এতে উল্লেখ করা হয়, মাল্টার রাজধানী ভ্যালেটায় জাতীয় সংসদ ভবনে মাল্টায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসী হাইকমিশনার মোঃ জসীম উদ্দিন সে দেশের সংসদের স্পীকার ডক্টর এ্যাঞ্জেলো ফারুজিয়ার সঙ্গে সাক্ষাত করেন। এ সময় বঙ্গবন্ধুর অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে স্পীকার সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। ডক্টর ফারুজিয়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সংসদীয় নেতৃত্বের প্রশংসনীয় ভূমিকার কথাও উল্লেখ করেন। এর আগে হাইকমিশনার মোঃ জসীম উদ্দিন মাল্টার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডক্টর বায়রন ক্যামেলিয়ারির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। সাক্ষাতকালে হাইকমিশনার স্বরাত্রমন্ত্রী ডক্টর ক্যামেলিয়ারির কাছে বাংলাদেশী দক্ষ-অদক্ষ শ্রমিক ও পেশাজীবীদের জন্য মাল্টার ভিসা সহজীকরণের অনুরোধ জানান।
×