ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোয়ালভাঙ্গা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারনে অর্থদন্ড

প্রকাশিত: ২১:৫৩, ১৬ জুলাই ২০২০

জোয়ালভাঙ্গা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারনে অর্থদন্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার মাধবপুরে জোয়ালভাঙ্গা মরা নদীর তীরে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। গতরাতে এ তথ্য নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান। তিনি জানান, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে উপজেলার ৫নং আন্দিউরা ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের জোয়ালভাঙ্গা মরা নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুজনকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
×