ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাবার স্বার্থে কঠোর হবে ফেডারেশন

প্রকাশিত: ১৮:২৪, ১৬ জুলাই ২০২০

দাবার স্বার্থে কঠোর হবে ফেডারেশন

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান সময়ে অনলাইন দাবা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে খেলোয়াড়, সংগঠক আর ক্লাবগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করছে, তা অচিরেই বন্ধ না হলে দাবার স্বার্থেই কঠোর হতে বাধ্য হবে ফেডারেশন। এ কথা বলেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। তিনি বলেন, ‘বেশ কিছু দন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি অনলাইনে দাবা আয়োজন নিয়ে এবং এ থেকে সৃষ্ট ফেয়ার প্লে আইন লংঘন সম্পর্কিত নানারকম ইস্যু নিয়ে খেলোয়াড়, ক্লাব ও সংগঠকরা একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছেন। যা দাবার পরিবেশকে নষ্ট করছে। দাবা সম্পর্কে ক্রীড়াঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এ ব্যাপারে সবাইকে সংযমী হবার অনুরোধ জানাই।’ শামীম আরও বলেন, ‘তারপরও যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষপূর্ণ পোস্ট দেয় তাহলে দাবার স্বার্থেই ফেডারেশন কঠোর হতে বাধ্য হবে।’ শামীম আরও জানান, ‘অনলাইন প্লাটফর্মে কেউ কেউ বাংলাদেশ টিম, টিম বাংলাদেশ এবং বাংলাদেশ রিলেটেড নাম ব্যবহার করে খেলছেন। যা দূর থেকে মনে হয় বাংলাদেশের জাতীয় দল অংশ নিচ্ছে বা প্রতিনিধিত্ব করছেন। যারা এসব নাম ব্যবহার করছে তা দ্রুত বন্ধের আহবান জানাচ্ছি। নইলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। অনলাইন দাবা নিয়ে এখন থেকে ফেডারেশন আরও বেশি নজরদারি রাখবে। এ ব্যাপারে এ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সহযোগিতা কামনা করছি।’
×